কোভিড পরবর্তী পৃথিবীর রূপরেখা-
এখনও চূড়ান্ত অবহেলায় অধরা,
ভ‍্যাকসিন এর প্রয়োগে একদিন হয়ত হবে,
এই অতিমারির অবসান।

তারপরও
পৃথিবীতে বেঁচে থাকবে-
কয়েক লক্ষ অনাথ শিশু,
কয়েক হাজার সদ‍্য বিধবা,
কয়েক শত সহায় সম্বলহীন বৃদ্ধ ও বৃদ্ধা।

রাষ্ট্রের হাতে পড়ে থাকবে-
ব‍্যাঙ্কে গচ্ছিত অনাদায়ী বিপুল অর্থ,
লকারে পড়ে থাকবে দাবিহীন সম্পদ,
এবং শত শত বেওয়ারিশ জমি ও বাসস্থান।

অসহায় জীবনগুলো হারিয়ে যাচ্ছে অন্ধকারে,
কেন?
কার দোষে?

এদের সসম্মান পুনর্বাসন কি একেবারেই অসম্ভব?
পৃথিবী জুড়ে দাবি উঠুক,
অসহায় জীবন গুলো-
প্রিয়জনদের হারিয়ে যে নিরপত্তাহীনতায় ভুগছে,
চারপাশের লোভী শ্বাপদদের শিকার হচ্ছে,
বাধ‍্য হচ্ছে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতে,
তাদের জীবনগুলোয় শান্তি ফিরে আসুক,
মুক্তির আনন্দে মেতে উঠুক, সৎ জীবনের জয়গানে-
পৃথিবীটা আবার পরিপূর্ণ হোক মানবিকতায়।