বাজাও গণতন্ত্রের বাজনা,
শাক দিয়ে দাও মাছ ঢাকা।
আলগা ফাঁসের ঝুলি থেকে,
বেড়াল লাফিয়ে রাজপথে-
দে দৌড় দৌড় দৌড়.......
ডাকো পুলিশ, সৈন‍্য বাহিনী,
খুঁজে বের করে ঝাঁঝরা করো-
মিডিয়ায় ভাইরাল হবার আগেই।

এবার থেকে আরও গোপনিয়তা চাই,
গণতন্ত্রের দফা রফার ভাইরাল হওয়া-
সহ‍্য করা হবে না কিছুতেই।
আরও শক্তিশালী এজেন্সি চাই-
বেসরকারি এজেন্সি,
নিজের মিথ‍্যে উৎকর্ষের, দামামা বাজাতে-
ভুল হলে কোনও  দায়ভার নেই,
এজেন্সি বদল করলেই চলবে।

তাড়াতাড়ি নিয়ে এস সব বুদ্ধিজীবীদের,
আনো আনো, দেরী কেন?
লাইনে দাঁড় করাও,
যন্তর মন্তরের বিশাল ঘরের সামনে, দু ভাগে।

বয়স যাদের বেশী-
পুরে দাও এক নম্বরে,
বেরোবে অবোধের স্রোত, হেঁটে হেঁটে,
দুপেয়ে তোতাপাখি হয়ে।

কম বয়সিদের পুরে দাও দূ নম্বরে
বেরোচ্ছে, দ‍্যাখো দ‍্যাখো,
কপালে তিলক নিয়ে, নির্বোধের দল-
বিশ্বস্ত অনুগত বাইক বাহিনী।

পাগল জনতা দ‍্যাখ ক্ষমতা।