নীরবে চুপ করে যাওয়া গঞ্জনা,
যেদিকে দেখা যায় শুধূই ভর্ৎসনা,
নিজের জীবন নিয়ে নিজেকেই বঞ্চনা,
হতাশার বেড়াজালে চিন্তায়, বাঁচা না মরা?
হায়রে জীবন, ভাগ‍্যের চাকা টা তো ঘোরে,
কে বোঝাবে, অন্ধকার রাতের পরেই দিন আসে।

সুদিনের চিন্তায় বসে না থেকে-
নিজেকেই দংশনে দংশনে ক্ষত বিক্ষত করে।
অর্কিডেও ফুল ফোটে, গোলাপ ও ফোটে কাঁটা গাছে
নদীর  এ পাড় ভাঙে, অন‍্য পাড় জাগে,
ভাঙ্গা পাড়ে যার কিছু যায়, সেই শুধু বোঝে,
জীবনের ওঠা পড়া বাস্তব, কঠিন মেনে নিতে।

তাও বসে থাকা ভেঙ্গে চৌচির হয়ে-
জন্মান্ধ যে, সে তো দেখলোই না পৃথিবীর আলো,
অষ্টবক্র দেহ খানি নিয়ে, বেঁচে থাকা ভালো?
পৃথিবীতে তাও ফুল ফোটে, পাখি ডাকে,
সবাই কে নিয়ে বেঁচে থেকে-
সবাই কি ভালো ভাবে থাকে?