রেলগাড়ি চলে,
স্বপ্ন যে দোলে,
কেউ যদি স্বপ্ন দ্যাখে না-
কবিতায় তার নাম আসে না।
সেই স্বপ্ন ফেরি করে কবি,
অগোচরে মনে ভাসে ছবি,
ধরা সে তো অধরাই থাকে,
ফাঁদ পেতে মরিচিকা ডাকে।
ঝমঝম বর্ষা,
ইলিশের চর্চা,
কাকভেজা বৃষ্টির দুপুরে-
ঢোঁড়াসাপ এঁকেবেঁকে পুকুরে।
মেঘফাটা সূর্যের হাসি,
গোপনে হৃদয়ে বাজে বাঁশী,
অভিসারে ধীর পায়ে চলে,
বনবীথি আনন্দে দোলে।
নেই নেই কানটা,
উড়ে যায় কাকটা,
গোধূলির মনমরা বিকেলে-
গরু ফেরে এক একা গোয়ালে।
মিডিয়াতে চলে লাঠালাঠি,
মিথ্যেই মন কষাকষি,
কেউ হারে, কেউ জিতে ফেরে,
খড়কুটো ভেসে যায় জলে।
শুধু আমি,
নেই তুমি,
ঠিক ভুল বলে কিছু হয় না,
সবাই তো সব কিছু মানে না।
নিঃঝুম রাত, পৃথিবীটা চাঁদের আলোয় মাখামাখি,
রাত জাগা স্বপ্নও শেষ, একটু হয়ত আছে বাকি,
জীবনটা এক, অনেকের কাছেই যে নয় দামি,
মানবিক মন নিয়ে, পাশে থাকাটাই শুধু দরকারি।
আজ তাই, বেসুরো গলায় গান গাই,
আজ একা, খালি পায়ে রাস্তায় হেঁটে যাই,
জীবনটা তালকানা, ইচ্ছের ডানাকাটা হচ্ছেই,
তোমরা, চোখ বুঁজে সময়টা কাটাও।
জানি জানি, এভাবেই হচ্ছে জীবনটা পার,
পুরোনো স্বপ্ন গুলো, সব ভেঙ্গেচুরে ছারখার,
নতুন স্বপ্ন আছে, ডেকে নেবার অপেক্ষায়,
নতুন পৃথিবী আছে, স্বপ্ন দেখাবার প্রতিক্ষায়।
ভাগ্যের পরিহাস, এভাবেই চলবে,
রূপকথার গল্প তো আর হবে না-
এ আমার জীবন যন্ত্রণা,
এ আমার বেঁচে থাকার গঞ্জনা।