এক যে ছিল হুলো
বেজায় তাহার নুলো,
যেমনি তাহার আচার বিচার
তেমনি ছেলেপুলো।
কাঁচা মাছের গন্ধে নাকি
আসে তাহার বমি,
শিক কাবাব আর তন্দুরিতে
আহ্লাদে নাই কমি।
ফ্রায়েড রাইসে চিলি চিকেন
বড়ই মানানসই,
সাদা ভাত আর মাছের ঝোলে
সেই মজাটা কই?
জলে নামায় একদিনে যার
হত বড়ই ক্লেশ,
এখন দেখি সুইমিংপুলে
ডুবকি লাগায় বেশ।
আবার দেখি হুলোবাবুর
নতুন আশা জাগে,
বড্ড প্রাচীন স্বরটি গলার
বদল করা লাগে।
নতুন নতুন স্বাদের আবেশ
নতুন তাহার বেশ,
গল্পখানি ছোট্ট ভারী
এইখানেতেই শেষ।


----------------
১১/০৬/২০১৮
কল্যাণী, নদীয়া