আজ ২৮ শে এপ্রিল, ২০১৮ যাদবপুরে শহীদ সূর্য্য সেন মঞ্চে অনুষ্ঠিত হল বাংলা কবিতা ডট কমের কবিদের মিলন উৎসব ও সাংস্কৃতিক আড্ডা।
        এ বৃহৎ কাব্য মেলায়, এ কাব্য সিন্ধে সিক্ত এক জলকণা রূপে উপস্থিত ছিলুম। গিয়াছিলুম জ্যেষ্ঠ কবিদের কাব্যিকতার আলোয় নিজেকে আলোকিত করিব বলে। তাহাদের ভিন্ন ভিন্ন স্বাদের কাব্যিক সুগন্ধি গায়ে মাখিব বলে। কিন্তু যাহা পাইলাম তাহা আমার প্রত্যাশার চাহিয়াও অনেক বেশি। শত কবির শত ভাবনা যেন এক বৃক্ষের এক শাখা হতে হলদে পাতার মতো ঝরিয়া পড়িয়া মৃত্তিকার নগ্নতা দুর করিল।
        সত্যি কথা বলতে কবিদের মিলন উৎসব যে এত মধুর হয় তা আগে জানা  ছিল না। জানবো-ই বা কি করে, মাত্র কদিনই-বা আমি এই পৃথিবীকে দেখেছি। এখনও কত নদী; কত সাগরের ঢেউ গোনা বাকি।
        সবশেষে কবি সৌমেন বন্দ্যোপাধ্যায় ও আয়োজক সকল কবিগনকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আজকে যদি এই কবি সম্মেলনে উপস্থিত না থাকতাম তবে কোনোদিনই জানতে পারতাম না কবি-কবির হৃদয়ের মিল ও সম্প্রীতি এতটা শক্ত সুতোয় বাঁধা হতে পারে।
        ধন্যবাদ!


(#লেখাটিতে অলংকরণের জন্য চলিত ভাষা সহিত সাধুভষা মিশ্রিত আছে। দয়া করে ভিন্ন দৃষ্টিতে দেখবেন না, ধন্যবাদ!)