বাইশ বছর বাদে ফিরে এসেছো, সূর্যতপা !
বিশ সাল আগের কথা ভেবে
পুরোণো প্রেমের স্মৃতি, দোলাচল জীবন মৃত্যু
অতল যৌবনের স্বাদ নিশ্চই এনেছে
আশ্বাস দিয়েছে আরো কিছু বয়স বাঁচার
রাত্রিশিখায় প্রোজ্জ্বল হয়ে
রাত্রিশিখা আলো দেবে সমস্ত লেখনী জুড়ে
ধুলোয় গড়াগড়ি প্রেম যত্নে তুলে নিয়ে
আলো দেবে স্বপ্নপথে, মরীচিকা নয়, তবু দূরে ছিল
মায়াবী নদীর চোখ স্বপ্ন ঘেরে
ব্রহ্মাণ্ডের গোপন কোষে উত্তাপ দেবে সন্তানবৎসলা হয়ে


কত পাখি গায় ভালোবাসা গীত, টুনটুনি ফিঙে চটক
রাখালের বাঁশি মাঠ ঘাট বাতাসেরা চম্পকবনে
তোমার আমার স্বর্গের সুখ প্রেম গেছে চুরি


জীবন-সত্যের চাকা ঘোরে কুমারের হাতে বনবন
তনুমন রোমাঞ্চিত  নিবেদন তার পায়ে
মাথার ভিতরে বোধের অতীত এক দীন বোধ
হিসেব নিকেশ সব গুলিয়ে একাকার
প্রশ্ন করে কে তুমি !  কে তব কান্তা কে তব পুত্র
হৃদয়ের চেয়ে কি মাংস মাদকের দাম বেশি
স্বর্গবিশ্লেষণে নরক বিচার দেয়, তবু আমি
জন্মেছি ধন্য নরকুলে, স্বপ্ন ঘেরে  বার বার
ঘুরির লাটাই আর লেত্তিতে ; বুকফাটা চৈত্রতৃষ্ণায়
জল দেবে শ্রাবণমেঘ আকাশ স্থির বিশ্বাস
ভুল ভেঙে ফিরে এসে নতুন কিছু কথা দাও অক্টোপাশ হয়ে