চিল-আকাশ থেকে দূর্বীক্ষণ তীক্ষ্ণ চোখ
আর কাঠঠোকরাদের নির্মম লোভ
চিলাপাতার জঙ্গল থেকে অভয়-বিচরণ ও
নিরিবিলি সুখ বিলাস যথাসম্ভব
কেড়ে নিয়ে গেল এবং যাচ্ছে প্রতিনিয়ত ;
ধারালো করাত-ঠোঁট এবং বিষডগার
অসংখ্য নখ থেকে সাংঘাতিক লালা ঝরছে
নরম সুললিত মাংস গজদন্তের হাড়
এবং চিত্রগু চামড়ার জন্য ,


তবে জিয়াভরলি কিন্তু বিস্তীর্ণ  জংগল এবং
দুই পাড়ের বাসিন্দাদের পিপাসা নিবারণার্থে
নুড়ি পাথরের অসহ্য অবিরাম ঘষা খেয়ে
বুকের ক্ষত বুকে চেপে এখনো
নায়ক নায়িকাকে চলচ্চিত্রকল্পে
রোমান্টিক প্রেমের জন্য সহায় হয়
এবং পরার্থপর স্বভাব বশত কলস্বরে গাইতে গাইতে
নিজের সফেন গতিকে বজায় রাখতে পেরেছে
এতো প্রতিকূলতার মধ্যেও