বৃষ্টি নামে সমস্ত শরীর জুড়ে শ্রাবণসুর
বেজে ওঠে মেঘমল্লারে দ্রিমিকি দ্রিমিকি
কৃষ্ণমেঘ দিয়েছে রঙ্ অরণ্য পাতায় শাখায়
নিশ্চুপ নিশি পাহাড়ে পর্বত সানুদেশে
উন্মদ পবনে বিচলিত চিত্ যমুনা উচ্ছ্বসিত ঢেউ
শ্রাবণধারা বিরহ সুরে আকাঙ্খানদী ভেসে
হিল্লোল গোপন রক্তবাহে অলকাপুরীর নৈঃশব্দ
ব্যাকুল বিরহিনী বুকে অভিসারে রাধামন অবাধ্য
ছুটে যেতে চায় নিষেধ মানে না মানা
মিলন আশ্লেষে প্রেমাস্পদ তৃষ্ণাবুকে !
পথ দিয়েছে কঠিন  দামিনী দমকে চঞ্চলা
চুপিসারে অভিসার অনাস্বাদিত কেতকী গন্ধ
মাতাল একাকী রাত্রিপথ ঝিল্লিবনে বনে ---
ভেসে আসে অচ্ছদ সরসিনীরে নিবিড়
কোন প্রেমের মুখ ;