প্রাণ ধরেছে সরস মাটির গভীর  জঠরে
চারিয়ে গেছে গাছের মূল উপমূল নিজের খুসিতে
অন্ধকারের পথ ধরে শিরা উপশিরায়,
ধরিত্রীর স্তন্যরসে পুষ্টিসঞ্চয়, পাঠায় ধরনীতে সমস্তের জন্য
সবুজ  পাতায় ফুলে ফলে প্রাণ ঢেলে দিয়ে
দেখেনি ওরা অন্ধকার ছেড়ে এসে
আলোর পৃথিবী , ' অন্ন চাই প্রাণ চাই ' --
তোমার কাছে হাত পাতি বার বার
তুমি অকাতরে ....আমি ভুলে গেছি
' একটি গাছ একটি প্রাণ ' লোভের চক্ষু বুজে !


আমি উপড়ে এনেছি তোমাকে
শিকড় বাকড় সুদ্দু গোড়া ধরে টেনে
লালসার করাতে ছালবাকল খসে গেছে
ছেটে দিয়ছি হাত পা আঙু্ল নধর দেহকাণ্ড
তুমি নিস্প্রাণ,  মড়া অভিব্যক্তিতে যেন
ভূমি উচ্ছেদেরই গল্প শোনাতে চাও
যে গল্পে মিল  খুঁজে পাই বাত্তুহারা দুর্ভাগা
সিরিয়া কিংবা স্পেনীয়  উচ্ছিন্ন মানুষের ঢল
অথবা উদভ্রান্ত উদ্বেগে রোহিঙ্গা
পৃথিবীর কোণ কোণে দিশাহীন কাহিনি ??


তোমার উৎপাটিত সরস চিকণ মূর্তি
কর্তিত , খন্ড খন্ড লোভের করাতে
ওরা মহার্ঘ শিল্প সামগ্রীতে রূপ পেয়েছে
প্রতিষ্ঠা অতি আদরে ধনীদের ঘরে
কে যেন চেতন শিল্পী খুদে দিয়েছে
অজস্র চোখ বিস্য়য়ভরা বিস্ফারিত
তোমার শুকিয়ে ওঠা শীর্ণ শিকড় গুলির
সমস্ত সন্ধিপর্ব জুড়ে....
সেই চোখে যেন বিদ্রুপ !
যেন আকুল জিজ্ঞাসা   ---
তোমরা সভ্য দুনিয়ায় কারা
নিজেদেরই উচ্ছেদ ধ্বংস করে চলেছো !!