এ এক নিরন্তর খেলা  --
      ছুট্ ছুট্ গোল্লাছুট  , সেই শিশুবেলা ;
      সময়ের সংগে সময়ের কাটাকুটি
      হাতে রইলো সেই সময় ঠেলা ....


       অসম্ভব দ্রুতিতে ঘূর্ণিত লাট্টুর আলের স্থির বিন্দুতে
       আমার বিশ্বাস স্থিরতা পায় নিশি আকাশের ধ্রুব তারা হয়ে  ।


      আসলে স্থিরতার মধ্যে অস্থিরতা আশ্রয় করে আছে
      যে কিনা সময়ের সুতোর পাকে জড়িয়ে জড়িয়ে...
      এবং পূর্ব প্রেক্ষিত ঠেলে সরিয়ে দিয়ে
      বর্তমান অন্য এক সত্য রচনা করে নেয়  ...


      নূতনতর বিশ্বাস নদীর আবর্তে স্থির  হতে না পেরে
      নিজেকে অতিক্রম করে গিয়ে সময়ের তুলি দিয়ে
      অন্য আরেক ভাবনার ছবি আঁকে তারপর ;
      তারপর অনাগত ভবিষ্যতের অন্যতর ....


      সময়ের তিককালের খেলায়  --
      যে বিশ্বাস উত্তীর্ণ  হতে পেরেছে
      সে ই বোধ হয় স্থিরতা পায় স্থাণু হয়ে !!