আমি নাচি সভঙ্গে বিভঙ্গে
     আমি নাচি ছন্দে নিছন্দে
     আমি নাচি তিনতাল তিন কালে
     আমি নাচি অহোরাত্রি পলে পলে ।


      নৃ-অর্থে নড়ন নর্তন  নাচন
      নাচের ছন্দে জাগে তরঙ্গ স্পন্দন
     স্পন্দনে প্রাণ সঞ্চার, জীবন বিকাশ
     সতের প্রকাশ, আলোর বিভাস    ।


     নূতন সৃষ্টি নেচেছিল প্রলয়ংকর
     ঘুম ভেঙেছিল জড়িমা জড়তার
     নেচেছিল সৃজন-ছন্দ মুক্ত সুরে
     ঢেউ লেগেছিল মানস সরোবরে
     নাচের দোলায় মাতন লেগেছে
     আলোয় আনন্দ চিত্ত ভরেছে্
     অস্থির কাঁপন নৃত্যছায়ায়
     বিশ্ব অণু-পরমাণু স্পর্শতায়
     নাচে আমি বশ তুমি বশ
     বিশ্ব চরাচর স্থির বিবশ
     গতি লাগে জগৎ সংসারে
     কর্মস্রোত জোয়ারে জোয়ারে  ।


     'পাগল'টা নেচেছিল নিজেকে ভুলে
     নাচের ছটা লাগে কবির ভালে
     ঘুর্ণি লেগেছে তাকাধিন্ তাকাধিন্
     অসম্ভব বেগ, খসে পড়ে সাধনভজন ।


     আমি নাচি, তুমি আমরা সবাই রঙ্গে
     নেচে চলেছি চক্রবৎ জন্মমৃত্যু সঙ্গে....