হে মহা প্রকৃতি
   হে দৃশ্যমানা, শ্রবণা
   অনস্পর্শা স্পর্শতা  !
   ব্রাহ্মমুহূর্ত পার হয়ে গেল
   অব্ কোমল্ প্রাক সকাল,
   আচ্ছন্নতা ভেঙে দিয়ে তুমি জড়ালে --
   সব কিছু নিয়ে যে তুমি সদ্ অস্তি,
   সুর তাল ছন্দ মেনে
   ঋষভ গান্ধার ধৈবত নিষাদ ; কোমল
   ভৈরবীর সুরে আজ
   দিনের প্রথম ভোরে
   ---তারই সাধনায় বসেছি
   অধ্যাক্রান্তা ঋষির মত ।


             যে স্বর সুরে
   তোমার সৃষ্টি মহা কৃয্টি
   মহাজীবন মহামরণ
   মোহ মুগ্ধতা --
   এষো প্রাণঃ শরীর ; ইদং কিলাব্যজ মনোহর
   শোক তাপ আনন্দ রাগ
   ক্ষুৎপিপাসা আশা নিরাশা
   সূক্ষাতিসূক্ষ্ম অনুপুঙ্খ ,
   যা কিছু  --
   এ সাধনা তারই ...


                              হে মহামৃত্তিকা , মহামানব
                              আসমুদ্র হিমাচলম্ !
                               তোমার কাছে ছুটে যাবো বারবার
                               তোমাতে রূপরস গন্ধস্পর্শ
                               ভ'রে নেব পাঁচ ইন্দ্রিয় জুড়ে
                               নবরস আস্বাদন অণুতে পরমাণুতে
                               সমস্ত অনুভবে  _
                               প্রাপ্ত হবো,
                               হবো সম্পূর্ণ ।


    হিমাল চূড়ায় যে মুগ্ধতা
    কন্যাকুমারিকার নীল স্বচ্ছতা
    চেরাপুঞ্জীর বৃষ্টি কথকতা
    মেঘের আলয় মেঘমালা
    মেখলাদেশে মেখলাবালা
    মরুমায়ের শীতের উত্তাপ
    সোনাবালুর ধূ ধূ প্রান্তর
    মরুকাঁটায় রক্ত ঝর্ ঝর্
    __ যেতে চাই পেতে চাই ......
                              
                            
                      ***