সপ্তপাতাল তলাতল ফুঁড়ে
             স্বপ্ন নদীর লহরে লহরে
             চেতন অচেতন গহন গভীরে -- তুমি এসো  ।


             দহনবেলায় দীপ্তি রাশিতে
             রুদ্রতেজের স্নিগ্ধ আলোতে
             ঝরা বকুলের মৃদু সুরভীতে  --  তুমি এসো  ।
              
             মন্দ্র মল্লারে মেঘের পাখায়
             নীল অরণ্যে বিরহ শাখায়
             বিষণ্ন মনের স্তিমিত বায়। --  তুমি এসো ।


           শারদ হাসি অধরে এঁকে
           কম্প কাশের গন্ধ মেখে
           সোনা রোদ আঁচলে ঢেকে  --  তুমি এসো ।


            তুহিন সুধা সাগরের মাঝে
            কমল বনে সিতাম্বরা সাজে
            ছিন্ন বীণায় সাত সুরে বেজে --  তুমি এসো ।


            চৈতি পলাশের আরক্ত রূপে
            অশোক বনের মন্দ বিলাপে
            মধুমাধবীতে বসন্ত আলাপে  --  তুমি এসো ।


            আনন্দ সাগর মথিত হ'য়ে
            শব্দ ধ্বনিতে রণন রণিয়ে
            ছন্দমঞ্জীর ঝংকার পায়ে  -- তুমি এসো ।


             দূর নীহারিকার ছায়া আলোতে
             ইন্দ্রধনুর সাতরঙা সাজেতে
             যুগে যুগে আরাধনাতে, শ্রী তুমি এসো  ।


                            ***