নীরবতার বুকে কান পেতেছি,
     কী স্পষ্ট উচ্চারণ  --
     গুমগুম মেঘে ভিতরের কথা
     উড়ন্ত পাখির মেলে যাওয়া পাখায়
     লেগে আছে এখনও,  অবশেষ ;
     আবদ্ধ কথামালা থেকে
     মেঘের পরদা সরে সরে গিয়ে    
     অসম এক বহুভুজ ঘন অন্ধকার                                                                                    
     আশ্রয় পেয়েছে ক্লান্ত ডানায়,  মসীপটে
     রচনা হ'য়েছে কোরা কাগজে
     বিমিশ্র ব্যথার ছাপ , সনির্বন্ধ কাকুতি
     কৃশকায় এবং গভীর স্থূলতায়
     ছড়িয়ে যায় অদ্ভুত শান্ততায়   .....


     শান্তরসে জন্ম নেয় কোন নিঃশব্দ মৌনতা
     কখন ভেঙে গিয়েরুপোলি ফুলকিতে
     সূর্যছায়াপথ ধ'রে সূর্যগতির বিপরীত ঘূর্ণির
     বিপ্রতীপ কোণে ছায়াছবি হ'য়ে
     ক্ষান্তিতে মিলিয়ে গিয়ে কোন রহস্য অতলে
     বিষম কোনো আবছা আভাস রেখে .....