উৎসর্গ  ::  শ্রীমতী বর্ণালী বসু


     তোমার কন্ঠ থেকে সব গান কেড়ে ,
     ব্রাত্যজনের রুদ্ধ  দুয়ারে কারা    
     তোমাকে ঠেলে দিয়েছিল  !
     নাকি অভিযোগী মন অভিমানী,
     আপন গুহায় লুকিয়ে রেখেছিল নীরব
     তুমি দ্বার দিয়েছিলে অন্ধকার ঘরে,
     তোমার আকাশ ভ'রেছিল হতাশ বাতাসে _
     বিষম একাকীত্বের দিনগুলিতে
     লক্ষ আলোক-বর্ষের দূরত্ব সাঁতরিয়ে যেন
     অন্য কোনো বোধের সাড়া পেতে চেয়েছিলে  ....


     মেঘ ও রৌদ্রের যুদ্ধ যুদ্ধ খেলা অহরহ  !  তবে ;
     এ খেলারাগিণীর বিলম্বিত্ তান বুঋি শেষ হল  এবার ,
     যণ্ত্রণার উৎসমুখ থেকে যে রক্তক্ষরণ অবিরত _
     মনে হয় এবার বন্ধ হলো ,


     .... তোমার ঘরে আবার খোলা হাওয়া
     তোমার আকাশ কেমন গান গায় ♪♪♪
     ভোরের আলোর হাত ধ'রে তুমি ফিরে এলে _
     মেঘের মাটি উদ্ভিন্ন ক'রে
     শাখা প্রশাখা সহ পূর্ণতার দিকে  .....