ছোট্ট একটা মাটির হাড়িঁ,
     লোনা লেগে জীর্ণ, খসে গেছে পরতে পরতে
     পড়েছিল উঠোনের একপাশে অনাদরে
     বায়ুতাড়িত ধুলোর আশ্রয় হয়ে
     তারই ভিতর নাম গোত্র হীন ক্ষুদ্র গাছ
     শক্ত মাটির সঙ্গে লড়াই করে
     বেরিয়ে এলো যথার্থ প্রাণ শক্তিতে।
     বড় হল শিরদাঁড়াটা ঋজু রেখে ,
     একটু একটু করে সাহসী উন্মোচন,
     সবুজ পাতায় রং বাহারে সাজায়
     বাসন্তী ফুলে নিজেকে, সবাইকে ...


     সামনে এসে দাঁড়াই
     মুগ্ধ ! অপার বিস্ময় চোখে
     টেঁর পাই, আমাকে বলে  --
     মাটির অতল ছেঁচে অমৃত রস নিয়ে এসেছি
     দূষিত বাতাস পাতিত করেসুস্থ শ্বাস বায়ু ,
    পৃথিবীর সব সৌন্দর্য আঁতি পাঁতি খুঁজে
     তোমাদের দিতে এসেছি আমি   ;;