মার মার , শত্রু !  ও যে জাত শত্রু,  বিধর্ম  ;    
       ভাঙ ভাঙ,শত্রুর ঘর! ও যে কাফের,  বিধর্ম ---


        না, না ভাই না, মারের আয়ুধঅস্ত্র হাতে নেব না
        না, না ভাই না, ধ্বংসের পথে বিপথে হাঁটব না
        না,  না ভাই না, হিংসার জাল বিছিয়ে দেব না


       চৈতন্যপ্রেমে জোরালো শক্তি খুঁজেছি
       প্রেমশক্তি দিয়ে হিংসা আসক্তি যুঝেছি
       অকাতর বিতরণে সার সত্য আনন্দ বুঝেছি


       ফুল ফোটানোর খেলায় চোখ স্থিত রাখি
       শুকনো পাতার মর্মর স্বরে কান তীক্ষ্ণ রাখি
       প্রজাপতির কম্প-পাখায় অস্থির থাকি    
       প্রকৃতির ভাব জগতে স্থির, মগ্ন থাকি


       এক শুদ্ধ ধ্বনি , ♪♪♪......
       অক্ষর অনাদি অনন্ত ,
       সূর্যতেজস মরুতের বুকে
        বীজের অন্নময় প্রাণময় মনোময়
        বিজ্ঞানময় তথা আনন্দময় কোষে
        নিরবচ্ছিন্ন নিরন্তর বাজে ......
       --- এখন শুদ্ধ ধ্বনিতে কান পেতেছি ;