আয়।, আমরা সবাই বেঁধে বেঁধে থাকি
     ধর্মের রোয়ানু আমাদের উড়িয়ে নিয়ে যাবে
     ছিটকে যাবো সব বীভৎস নরকের তলে
     শুধু ক্ষয়ক্ষতি ভয় ভীতি আশ্রয় পাবে


     আয়।, আমরা সবাই বেঁধে বেঁধে থাকি
     হিংসার ঝড়ে ভাঙে দেখ ঈশ্বর আল্লার ঘর
     চেতনা বিবেক বোধ ঢাকা পড়ে আছে
     ভেবেছি কি আমাদের সকলের একটাই ঘর


     আয় , আমরা সবাই বেঁধে বেঁধে থাকি
     সব মত সব পথ শেষে এক কথা বলে
     তবে কেন তোকে আমি দূরে দূরে রাখি
     ভালবেসে সুখেদুখে আয়, বেঁধে বেঁধে থাকি ।