মাটি শব্দ উচ্চারিত হলে বুঝি  _
        জনয়িত্রী অন্নপ্রসব শক্তি-আধার
             অরণ্য প্রকৃতি এবং সমস্ত জীবজগতের  ;
    
     জল শব্দ উচ্চারিত হলে বুঝি  _
           প্রাণ সঞ্চারে শক্তি দেখি তার মধ্যে
                 জড়ের ভিতর এনেছে সচল স্বভাব। ;


     তেজ শব্দ উচ্চারিত হলে বুঝি _
            তাপ আলোশক্তির প্রকট প্রচার
                   সমস্ত কর্ম-জগৎ গড়ে ক্রিয়ান্বয়ি কাজ। ;
  
     বায়ু শব্দ উচ্চারিত হলে বুঝি _
           শ্বাস প্রশ্বাস শক্তি-প্রবাহ বহমান
                জীবন-চক্র ঘোরে তার জোরে শরীরে শরীরে  ;


     আকাশ শব্দ উচ্চারিত হলে বুঝি  _
            বিশাল উন্মুক্ততার মহাশক্তি সমাহার
                   খোলা মন খোলা প্রাণ খোলা পরিসর  ;
  
    ----  এর মধ্যে ধর্ম অধর্ম বিধর্ম জাত বেজাত শব্দ গুলো
            বুঝিনা, কোথা থেকে আসে !