জীবনের সংজ্ঞা ব্যাখ্যায়
জেনে যাই আরো কিছু
অজগর গিলে খায় সারদার আশীর্বাদে
গরীবের রুগ্ন দুঃখ কষ্ট মাংস রক্ত _
এবং এও তো জীবনের সংজ্ঞা,


অসতীর মেলায় পার্কষ্ট্রিট, রাতচরা মেয়ে
শেষ টুকু লজ্জা সহ খোয়ায় প্রাণ নির্ভয়া দামিনী _
কামদুনি পড়তে চেয়েছিল অধিকার
পেয়ে গেছে প্রাপ্য পিশাচের রক্তমাখা নখে  
প্রশস্ত হয় কার বরাভয় হাত ;
এবং সমাজের তাড়া খেয়ে সংজ্ঞা হারায় সংগা ;


আর বিপন্ন রোদ্দুরে পিঠ সেঁকে সেঁকে
শক্ত হয় আমাদের চোখের চামড়া  মনুষ্যত্ব ,
এবং বিপন্ন রোদ শিখিয়ে দেয় এও তো জীবন-সংজ্ঞা !!