মাগো !
তোর গর্ভ আধারে শুয়ে শুয়ে বেড়ে উঠি
তোর শ্বাসের বাতাসে শ্বাস নিয়েছি
খাদ্যরসে পুষ্ট কোষে কোষে প্রাণ নবাগত ,
রেখেছিলি অমরার উষ্ণ জলে
পাখির নরম পালকের ওম দিয়ে,
কত কথা হয়ছিল মাগো দুজনে
নিঃশব্দ রক্তবাহে গভীর টানে টানে ...


মাগো  !
প্রসব যন্ত্রণা অসহ কত, জন্ম দিয়েছিলি
শংকার যত্নলালিত পূর্ণঅঙ্গ একটি ভ্রূণ,
চোখ মেলে এত আলোর পৃথিবী প্রকাশ,
তোর স্তন্যরসে মহতী পুষ্টি মেধা                                          দেহ মন পায়  এ জীবন ...


মাগো  !
তোর ছেঁড়া আঁচল জুরে                                                      
অফুরান আদরের সুগন্ধ লেগে
বুকের ছায়ায় সুখের নিশ্চিত্ আশ্বাস
অতন্দ্র পাহারা উজাগর রাতে
শ্রান্ত হাতের পাখায় বীজন বাতাসে সুখের স্বপ্ন ছিল ,
ঘুমিয়ে উঠি নরম সকালে , মাগো স্মরণ্যা .....