গৌরব


ফুল  সুন্দর বরাবর সৃষ্টিছন্দে
       জগৎ কল্যান থাকে ওর সঙ্গে
ফুল  স্বস্তি চিহ্ন আঁকে নিজ অঙ্গে
       শক্তি সাহস বয় নিঃসন্দে ।


ফুল   ভালবাসা করুণার বিভাতে
       প্রশান্তি আনে সমস্ত প্রাণে প্রাণে
ফুল  আমি ভালবাসি নিবিড় মনে
       ফুটে ওঠে আবার সুন্দর প্রভাতে  ।


                        ব্যথা


ফুল    সৃষ্টির কথা সুরভি দিতে
         বর্ণালি ছটা সহ রং বাহারে
ফুল     স্পশতা চায় শিরার গভীরে
          সার্থক মানে উদার ভালবাসাতে  ।


ফুল     আমি ধরে বেঁধে রাখি রং এর শিশ্ মহলে
         ডালপাতা ছিঁড়ে খুঁড়ে রাখি চেপে চুপে
ফুল     আমাকে  সুখ দেয় অসহ কয্ট চেপে
         ফুরিয়ে শেষতক ঝরে যায় চোখের জলে ।