যেদিন প্রথম সকালে সূর্য
উঁকি দিয়েছিল আবছা
অন্ধকারের চাদর  সরিয়ে
তুলতুলে নরম রোদআলোতে
সবুজ গাছের ফুলশিশু মুচকি হেসেছিল,
তুমি এলেনা _


যেদিন বসন্ত-বাতাস কেঁপেছিল অশোকের ডালে
চাঁদের মায়ায় রং ধরেছিল
আকাশে ফিরে গেছে বিহগ্ ক্লান্ত অপেক্ষায়,
তুমি এলেনা  --


ছায়া ছায়া ঘুমরাতে অন্ধ ইশক্ উদয়ন রাজা
খুঁজেছিল, প্রিয়তমা তুমি স্বপ্ন বাসবদত্তা
ব্যথার শিরা উপশিরায় সমস্ত অনুভবে,
তুমি এলেনা  --


তুমি এলে  --
অসময় অবেলায় পড়ন্ত বিকেলে
যখন পারবোনা সাজাতে যথার্থ তোমাকে
রূপ অরূপে গন্ধপ্রসাধনে,
এঁকে দিতে পারবোনা ! কী করে
ঠোঁটের দুই প্রান্তে গোলাপের চুম্বন
সরল বক্র রেখা ধ'রে,
শীলিত বসনে রং এর সাযুজ্য রেখে  ..... .


তুমি এলে --
তখন সন্ধ্যনদীর পাড়ে
বসে আছি,  অপেক্ষারত আমাকে
ডেকে নিয়ে ষাবে নীল রাত্রি
দিগন্ত সীমানার ওপাড়ে,
পৃথিবীর নিয়ম মেনে
স্তব্ধ শরীরে ...


তবু তুমি এসেছিলে --