ওর মুখে প্রথম ভোরের নবমল্লিকার মাধুরী
যেন প্রথম বৃষ্টিধোয়া ফুটে ওঠা ফুলকুঁড়ি
ওর চোখে ঠিকরে ওঠে মরমের স্নিগ্ধ দ্যুতি
অন্তর ভরা করুণার শুভ্র সহস্র  জ্যোতি ।


ওর মুখে সবুজ সকালের মুক্তো বিন্দুশিশির
আয়ত দুচোখে খেলে বিচিত্র রং ইন্দ্রধনুর
ওর স্মিত হাসিতে বিশ্বের আনন্দ ধারাপাত
মনের গভীরে স্বর্গচ্যুত হিমসুধার প্রপাত ।


ওর পায়ে চারণভূমিতে দুরন্ত হরিণীর ছন্দ
কাছে,  দূরের গাএ ভরে যায় কী যে সুগন্ধ
ওর নৃত্যপরা ভঙ্গিমা বিটপী লতায় অনন্য
বিম্বঅধরে ছন্দে ঝরে হাসির কত যে লাবণ্য ।


ওর পরাণ কেবল পোড়ে আবেগের তাপেতে
উষ্ণ অনুভব শুধু নয়নের স্থির দৃষ্টিতে
ওর হাতে কোমল স্পর্শ অদ্ভুত যাদুমায়া
দূরে সরে যায় সব ব্যথার কষ্টের ছায়া ।


ওর সংগ্রাম বারে বারে অশুভ দানবের সাথে
ক্রোধের আগুন ধ্বংস করে হিংসা কলুষ যাতে
ওর যুগে যুগে আসা মানুষের এই পৃথিবীতে
স্বর্গীয় নারীত্ব নিয়ে মানবতাকে বাঁচাতে  ।