হে, বীর্য বাহক কৃষ্ণ
রজবীজে জন্ম কর্ম তোমার
ভুলে গিয়ে বসে আছো
নিঃস্ফল নিরর্থ শব্দ সাধনায়
কোন্ চৈতন্যের সাড়া পেতে
যে শব্দ-আত্মার জিজ্ঞাসা, তখন
এবং অদ্যাবধি তুমি পাগল বায়ুগ্রস্ত
শব্দের আধার আসলে রাধাবিন্দু
উৎসমুখের গভীরে নিয়ে যাও
তোমার সকাম সহবাস
রজবীজের মিলনআনন্দে উথ্থিত
বিপুল তরঙ্গে সৃষ্টি হবে অধরচৈতন্য --
সাধক বলে ;