গাছে গাছে লেগেছে বাহার, এসেছে শরৎ
শুকিয়ে জেগেছে বৃষ্টি ভেজা বনপথ সব
আশ্বিনের সোনা আভা গোধূলির নিচে
কাকচক্ষু দিঘির  জল, আরশিতে
মুখ দেখে স্থির নীল আকাশ
পাড় ছুঁই ছুঁই নীরে বালুচরে বসেছিল সেদিন
একঝাঁক বুনো হাঁস সংখ্যায় উনষাট।
উনিশটা বছর মাঝে এসে ফিরে গেছে


প্রথম দেখেছি ওদের, সংখ্যা গুনেছেি আনন্দে
শেষ না হতে গণন হঠাৎ চঞ্চল ওরা
পাখা মেলেছিল খোলা আকাশের দিকে
এঁকেছিল গগনপটে বিশাল ভাঙা বৃত্ত এক
সশব্দ উড়ন্ত ডানায় .....


সেদিন দেখেছি চমক!  সৃষ্টির রূপ
আজ এতো দাহ ! পাষাণ ভারে মন
ভাবনা সব বদলে গেছে, সই গোধূলিতে


কালিদিঘির পাড়, দল বেঁধে বুনোহাঁস, মাথার উপর
ঘন্টাবাজা সুর ওদের পাখায় আর
নেচে নেচে ফিরে আসা ঘরে সেদিনের মন
জোড়া জোড়া প্রেম ক্লান্তিহীন আজো
জলকেলি করে শীতল সরোবরে
অনুকূল স্রোত ওদের মিলনে
হয়নি জীর্ণ আবেগ ভালোবাসা অশেষ
অথবা বশীকরণী মন যথেচ্ছ বিহারে
আজো ওরা রয়ে গেছে সেইআগে দেখার মতো,


ওরা ভেসে চলে যায় স্থিরজল অন্ধকারে
আরো কিছু রহস্যরূপ দিয়ে গেছে
পেয়েছে খবর ওই যে শীতের বাতাস
ঘর বাধাঁ স্বচ্ছ শরবনে সরসী ওই দূরে
অথবা অন্য কোথাও পুকুরধারে
এবার সুখী হবে অন্য অন্য চোখ
আমি তখন  জেগে, আমার সময় গুনি
ওদের আনন্দে ভেসে যাওয়ায় ~~~~


বি.দ্র.  কবিতাটি অনুবাদ কবিতা
মূল কবিতা  :   The wild swans at coole
Poet.        :  W.B.Yeats