তুমি যত শব্দময় কথা শুনতে পাও
সমগ্রের মধ্যে ক্ষুদ্র ভাগ মাত্র
তার সহস্রকোটি গণন-অসাধ্য অশ্রুত আছে
বেজে চলে বিশ্ব চরাচর অভ্যন্তরে
সেই শুধু শুনতে পায় অনুভবে
চোক কান নাক স্পর্শতা খুলে দিয়ে


প্রতিক্ষণে জন্ম দিয়ে যায় শব্দ-কথার দল
নূতন নয় সবই ছিল তোমার ব্রহ্মাণ্ডে
মৃত্যু নয়, জীবন ছুঁয়ে ছুঁয়ে গিয়ে
ফিরে ফিরে আসে নূতন জন্ম নিয়ে !!