সত্যের মুখ হিরন্ময় পাত্রের দ্বারা আবৃত,
সরিয়ে দাও আবরণ, দেখবো  --
তোমার সত্যের অভিনয়ে ভ্রান্ত  হয়েছি বার বার
মুখোশ খসে গেলে আসল রূপ দেখে সংসার '
আঁড়াল করে দেয় নবরসের মুখ,  ভাব বিভাব --
মিথ্যার জাল দিয়ে পরম সত্য ছোঁয়া যেন  


অথবা সত্যের মুখে যে মিথ্যে-মুখোস
সেই মিথ্যা আর এক সত্যেরই প্রকাশ
কঠিন মাটির বুক ছিঁড়ে শস্যরস বের করে আনে যে
ছৌ এর আঁড়ালে অন্য সত্তাকে আবার সাজায় সে
হিংসার রক্ত মেখে নিজেকে সাজিয়েছে যে
সেই পেয়েছে ফিরে নোনা ঘামে ভিজে ভিজে মানুষের রূপ
দুর্গম গিরি ভাঙে কঠোর , পথ কেটে দিতে আমার  ;
সত্য মিথ্যার একত্র সহবাস --
এই তো !  ঘিরে আছে সারা সংসার ...