দূরে আকাশের সমস্ত শরীরে ছড়িয়ে
মেঘের রেশমি সুতোয় কত না কারুকৃতি
আসলে তা তো নয় , আড়ালে  --
এ তো !  রাগত ঝড় জলেরই বিদ্রোহ
কোথায় প্রেমের স্পর্শ কবিতা ?


দূরে হরিয়ালি পাহাড় ইশারা দেয়
গল্প কথারা থেকে আছে বোধ, গিরিশিরা উপশিরায়
বহু কসরতে ঘেমে নেয়ে কাছে এসে
এ তো !  রুক্ষ অমসৃণ মেজাজের কথাসরিৎসাগর
কোথায় সরল গদ্যে প্রেমের কথকতা ?


দূরে সাগরিকা ফিরোজা ডেকেছে দুর্নিবার
সুললিত সংলাপ কত আছে গভীর তলে তলে
ডুবুরি খুঁজে খুঁজে সার ক্লান্তির ঘামে
এ তো!  ছেঁড়াফাটা পুরোনো সেই একই কথা
কোথায় প্রেমের কোনো নিষ্ঠ সংলাপ ?


দূরে শিকল খুলে দিয়ে ঝর্ণা,  তারস্বরে
সুর ভাজে একটানা শ্বাস দিনেরাতে
ছুটে গিয়ে উৎগ্রীব অস্থির অবোধ কান
এ তো ! কাছে এসে ক্রুদ্ধ-সংগীত আস্ফালন
কোথায় প্রেমের গজল সুরে শুদ্ধ আলাপ ?


...... ট্রেনের দৌড়ানের সাথে সাথে আয়ু পার হচ্ছে
দ্রুত দৌড়চ্ছে, দৌড়চ্ছে, উল্টোদিক থেকে ধেয়ে আসছে ঝাপসা...
অনেক কবিতা কাহিনি সুর সংলাপ এবং ....  ক্রমশ স্পষ্ট  ;