নাটকের সিঁড়িভাঙা অঙ্ক, ভাঙতে ভাঙতে
    জীবন ও মরণের শেষ সীমানা ছাড়িয়ে
        কাল পৌঁছয় আপাত শূন্য উত্তর নিয়ে...


মায়াকাননের মায়া তরঙ্গ
  চলে প্রতি পলে অনুপলে
    জন্ম মৃত্যু সুখ ব্যথা একসঙ্গে দোলে
     আকাংখার লাভাস্রোতে ধুয়েমুছে
       নূতন জন্ম নেয় সাধের তনু
        ধ্বংসস্তুপ থেকে উঠে আসে চাঁদের রাত্রিযাম,


দেবর্ষির বেসুর সুরসাধনায়
বিকলাঙ্গ হয়ে পড়েছিল পথেরপাঁচালি
    আহতমনে শুদ্ধ সমস্ত রাগরাগিনীকুল
     কুলভাঙা কান্নার হাল ধরেছিল মহাকাল
          কালের পাতায় নূতন উত্তর রচে দিয়ে!