যারা ভালবাসা শব্দ দিয়ে কবিতা কাহিনি গান রচে
আসলে তা মানুষেরই আত্মার কথা অনুভব এবং
ভালবাসি, শব্দফুলে মানুষেরই জয়মাল্য গাঁথে
ভালবাসা উচ্চারিত হলে আত্মমন আপ্লুত
রক্তমাংসের গড়ন জীবাত্মার দেহ মুখের প্রতিভাস
মান্যতায় বিশ্বাসে মানুষের প্রতিরূপ
নিস্ক্রিয় পাথুরে অাত্মায় আটকে যায় অবিশ্বাস
সকপোলকল্পিত ধর্ম বিধর্ম পুতুল অথবা চক্ষুঅগোচর বিমূর্তিতে


যারা মানুষের প্রেম সার বলে জেনেছে
ঘরে ঘরে ডাক পাঠায় অন্তর ধুয়ে এসেছি জেনো
দুই হাতে আকাশের প্রেম বিলায় বিলাবে
প্রেমের মাঝে শক্তি আধার আমরা জেনেছি ঠিকই
জন্ম নিয়েছে অহিংসার কথায় মানুষের কল্যান স্বস্তি
আলোর আভায় তুমি আমি সবাই সার্থক দিনের যাপন,