রং মহলে রঙ্গ আছে জাদু আছে
     জাদুগরের হাতের খেলায় পুতুল নাচে
     নাচের ঘোরে শত চক্ষে স্বপ্ন জাগে
     ঘোরের শেষে স্বপ্ন রঙের ছটা ভাগে  ?
    
               শিশমহলে দম্ভ আছে লোভও আছে
               লোভের সাথে কামের ক্ষুধা, বিকার আছে
               ক্ষুধা মিটে অসহায়ার নিঃস্ব হায়ায়
               হায়ার গাএ ঘৃণ্য জলুস রূপমহলায় !


      জঙ্ মহলে লাঞ্ছনা আর ভুখা আছে
      ভুখার মধ্যে তুষের আগুন নয় সে মিছে
      আগুন জ্বলে অপমানে দলিত্ মনে বুকের তলে
      বুকের ভিতর চেতনপুতুল মশাল জ্বালে বন মহলে   >>>