সম্পর্কের সংজ্ঞা কী -- সত্যি বোধ হয় জানি না
তুমি হয়তো বলবে, ভিতর নিংরানো ভালোবাসা
টান মান অভিমান -- এসবই উপাদান, তাই কি!
তুমি আরো বল
তোমার আমার মধ্যে যদি হয় তুচ্ছতম বস্তুবাদ বিনিময়                                                                     ব্যক্তিস্বার্থ, হবে না জোরালো মানে তবে,


তবুও সুতো ছিড়ে যায় যে মাঝে মাঝে
খসে পড়ে গাঁথাফুল, হিসেব নিকেশের চোরা স্রোত
ফল্গু দিয়ে, মেঘ কালো, ভেঙে যায় শ্রাবণদিনের খেলা,চিড় মনে
দুয়ার দেয়া ঘর .... সম্পর্ক !


ভুল ভেঙে ...
তুমি হাত ধরে টেনে নিলে আবার
নিলয় অলিন্দে রক্তজোয়ার
অবাকনদীতে স্রোতের খেলা,                                                                                                       ঢেউয়ে ঢেউয়ে ভেসে যাওয়া...


জীবন জটিল, ভিতর ঘরে বাস করে পাশাপাশি
রাগ বিরাগের অদ্ভূত অনুভূতি এবং এরই মাঝে
খুঁজে নিতে হয় শক্ত সুতো
মানে হবে সম্পর্কের ঠিক মতো  !