বলার ভাষাতো সব শেষ হয়ে গেছে তোমার
বহু ব্যবহারে ক্ষত  বিক্ষত
এখন ওসব অর্থহীন প্রলাপ
অত্যন্ত ক্লিশে হয়ে যাওয়া
তুমি ভাষা দিতে পার না আর, ভাবের বোধের
তুমি শূন্য ,  জরদ্গব
শূন্য ...


অস্থির ধমনীতে বিসংবাদ
সমস্ত অক্ষিপট জুড়ে বিস্বাদ
অসার জীবনচেতনায় আক্রান্ত
ভেঙে চুরমার
তুমি পথ খুজে খুজে জিজ্ঞাসায় ....
উঃ কী ক্লান্তি, অবসাদ !
তুমি ফিরে যাও , বিধ্বস্ত
নিশ্চুপ ছায়ায়


গভীরে...
চোরা স্রোতে ভেসে ওঠে
জীবন-এষণা, নিশ্চয়তার অস্তিবাদ
হতাশারাতের ভোর হওয়াতে
তুমি ফিরে এসো
নতুন আলোয় চোখ মেলো
পৃথিবী  চলমান, উজ্জীবন
অভিকর্ষে ঘুরে ফিরে আসে


নূতন সৃষ্টিভাষা,
উন্মুখর চিদ্ শব্দবন্ধ...  আনন্দ
তুমি ফেরো টানে টানে
দিয়ে যাও জীবনভাষা, না বলা