' হা ঈশ্বর, হতো অস্মি!  ' -- ওর শেষ উচ্চারণ,
এবং হেলাফেলা প্রাণটা চলে গেল,
এটা ওর শাপোক্তি অথবা প্রার্থনা কি না -- বোঝা গেল না
বুলেটগুলো কিচকিচিয়ে উঠেছিল,  বৃথা,বৃথা চেষ্টা
স্বয়ংক্রিয় বন্দুকগুলো গজরাচ্ছিল -- টরর্ টরর্ টরর্
এবং বড় বন্দুকগুলো সব অট্টহাসিতে ফেটে পড়ছিল...


আরেকটা দীর্ঘশ্বাস -- ' উঃ মাগো.. বাবাগো..
তারপর রক্ত গড়ানো ঠোঁটে মড়া হাসি -- কই না তো!
কেউ কোথাওতো নেই, শেষে একটা লাশ্ হওয়া
এবং অত্যুচ্চ গ্রামের বিস্ফোরক বোমাগুলো
সবাই অবজ্ঞার ভঙ্গিতে এবং সবেগ স্প্লিন্টারগুলো
চাপাহাসি আর ধরে রাখতে পারছেনা যেন ...


' কোথায় তুমি ডার্লিং , আমার ভালোবাসা ' --
আরো একটা করুণ আর্তনাদ,  তারপর নির্জীব নিস্তেজ ভাব
বিষাদ ভূমির আশ্রয় নিতে নিতে এবং নীরক্ত ঠোঁটদুটো ওর
কাদামাটি চুম্বন করতে লুটিয়ে পড়ে, এবং বেয়নেটের
লম্বা লম্বা পেষক দাঁতের পোঁচে পোঁচে ছ্যাড়াবেড়া শেষে
গোলা বিস্ফোরকের ভিতরকার গতিমান পাথরকুচি সব রুষ্ট চীৎকারে
গম্ভীর আওয়াজ করে ওঠে এবং মারণ গ্যাসের হিস্ হিসানি কী সাংঘাতিক !!


মূল কবিতা :: The last laugh
       কবি  :: Wilfred Owen
   অনুবাদ  :: Subir S R