স্বপ্ন, আমি বন্দি প্রান
আকাশ ধারায় মুক্তি খুজেছি বারে বারে ।
যাত্রাপথ বরাবর সমাধিরা অবস্তিত, এক মুহূর্ত পিছন ফিরে চাইলেই
শুন্যতারা কথা বলে ।


অবিকল তোমার মত ভাবনারা,
আবেগের স্তুপ মেখে
আর বেগে গতকালে ফেরা যাক ।
কিছু মন মিছে কথা
আর শব্দের সারিসারি
অভিমান পথে ফেরা যাক ।


এই সৃস্টিছারা সপ্নবেলায়
রক্তের স্বাদ মেখে আমি পবিত্র,
অঝোর ধারে বৃষ্টি বেলায় আমি গতিহীন, মুক্তিহারা হৃদয় সত্বেও আমি উৎফুল্ল,
গন্তব্যস্থলে আমি পদপিষ্ট, কিন্তু কলুষিত নয় ।


শ্রাবন অশ্রুধারায় এক টুকরো আকাশ সঙ্গী করে
আমি বেদুইন,
বৈশাখ রৌদ্রে নির্জীব সত্ত্বা চিরে
আমি বিদ্রোহী,
তবু তোমার স্পর্শে
আমি স্থির, আমি নির্জীব ।


দৃষ্টি তুমি বারে বারে বন্দি হয়েছ রুপপারে,
তাই
অঝোর ধারে বৃষ্টি বেলায় আমি উন্মুক্ত, আমি সীমাহীন,
আমি প্রেম, আমি পরাজিত ।