দ্রুত ফুরিয়ে যাওয়া খামখেয়ালিপনা তখন থামেনি
তাই আবার দৃষ্টিবন্দি হলাম,
তীক্ষ্ণ তাচ্ছিল্ল্যবোধের সেই দৃষ্টি।
একগোছা গোলাপ হাতে দাঁড়িয়ে থাকা পার করে আসা পথের পারে,
অপেক্ষারত,
ক্লান্তিমাখা স্মৃতির শেষ পায়চারি।
তোমার উপস্তিথিই ছিল যথেষ্ট,
কিন্তু আজ সমাধিতে অনুপস্থিত।


দুইপায়ে আনাগোনা, সারিসারি স্বপ্নবোনা,
আঙুলছোঁয়ার উষ্ণতাকে কেন্দ্র করে ঘূর্ণায়মান পথ,
সে অপ্রস্তুত, জড়সড়,
বাম-যন্ত্রণা তার দ্রুতগামী, মুহূর্তে যা দেহ করবে অসাড়।
শেষ পরিধির শেষ সীমান্তে দাঁড়িয়ে থাকা চিত্ত
উপলব্ধি করে,


শেষ সাক্ষাৎকারেও পরিচয় ছিল অজানা।।