রাগ না করে শোন  মোন দিয়ে।
চিকেন পক্স কোন মায়ের দয়া নহে।

করনার মত এও এক ভাইরাল রোগ।
লোকে ভূল করে,লাগায় মাছ মাংস খাওয়ায় রোখ্।

এই সময় ইমিউনিটি বাড়াতে লাগবে বেশি প্রোটিন।
খেতে হবে মাছ,ডিম,মাংস তবে, সহজপাচ্য রন্ধন।

ঝাড় ফোঁক বাদ দিয়ে তৎপর হয়ে ডাক্তার দেখাও।
অনেক ভাইরালরোধী ঔষধ আবিস্কারের সূযোগটা  নাও।

তরল পান কর যতটা সম্ভব বেশি, যদি যকৃত থাকে  চাঙ্গা।
এলার্জী কমানোর ঔষধ রাত্রে মাত্র একটি কোরে খাউংগা।

পারলে দূরত্ব রাখবে রোগীর থেকে।
ঠান্ডা কিচ্ছু খাবে না, বৃদ্ধের কথা শুনে।

এর পরেই হতে পারে নিমুনিয়া বা কিডনির সমস্যা।
যদি বিজ্ঞান ছেড়ে ধরতে চাও কুসংস্কারতা।

বিজ্ঞান মেনে চললে সারবে সাত দিনে।
তা না হলে ভুগতে হবে আজীবন তিলে তিলে।।