মানুষ শুধুমাত্র আশাশ্রয় করে বাচে।
রাতে শুতে যায় কাল সকালের আশাতে।

ভাবুন কি ভীষণ নিশ্চিত মানবজাতির মূর্খামি।
কে দেবে কাল সকালে জীবনের প্রতিশ্রুতি?

সন্তানের জন্ম দিই ভবিষ্যতের কথা ভেবে।
কে জানে কার কপালে কি যে আছে।

পূজা বা ঈদের আগে বাঁধে প্যান্ডেল মানব।
প্রতি বৎসর অনেকেই উৎসবের আগেই শব।

গরমে দোয়া করি কবে আসিবে বর্ষণ।
অতি বর্ষণে প্রার্থনা হয় বর্ষনের অবশন।