চোখ ক্যামেরার তোলা ছবি,
যদি পারতেম আবার ঘুরিয়ে দেখি।

এলবাম্ আর ডিজিটাল বুক,
সবই পেতো মিউজিয়ামে সুখ।

মাঝে মাঝেই নব টা চিপে,
মন টা যেত পশ্চাতে ছুটে।

হার মানতো বিজ্ঞানের উন্নতি।
সবাই করত মন ক্যামেরার সুখ্যাতি।