নিজেরে কর নিবেদন।
যে কোন জনে,উন্নতির আনয়ন।

যখনি করিবে পালন বিনা প্রশ্নে।
তোমার ঠিক করা ব্রহ্মার সৃষ্টকে।

দেখিবে প্রথমে শত প্রশ্ন আসিবে মনে।
ধীরে ধীরে সব প্রশ্ন বিলীন হবে শুধু আনন্দ মনে।

এই সহজ নিবেদন সাধনা করিতে পারিলে।
মৃত্যু হবে সব অহংকার ও আত্মম্ভরীতার সহজে।

তোমাতে নিহিত আত্মার শান্তি ও আনন্দ তুমি নিজে দেবে।
তোমার মুখমন্ডল বলে দেবে তুমি কাকে করিছ ধারন স্বগৌরবে।