বেদনা মানবের কোন অঙ্গে হয় না জেনো।
এটা কেবলই মস্তিষ্কের অনুভূতির জন্য।

তোমার স্নায়ুতন্ত্র বহিয়া লয়ে যায় সব বেদনা।
সিধে আঘাৎ হানে মস্তিষ্কের বিশেষ প্রোকষ্ঠে হাঁ।

যদি আঘাত পাও মাথা থেকে বহু দূরে।
সব কাজ শেষ হবে শুষ্ণুনাকান্ডের ঈরা বা পিঙ্গলাতে।

প্রতিবর্ত ক্রিয়া ইহাকেই কহে।
যবে "কোমর" মাথার কর্ম করে।

তার নেই জোড়া, তার, সব কাটা তব শরীরে।
নিউরনের অগ্রভাগ সব কাজ করে রসায়নিক ক্রীড়া দিয়ে।

এ এক গভীরতম রহস্য আজও।
তবে মানব একদিন তারে করিবেই উৎঘাটিত।