এক ফোঁটা পুরুষ ঔরসে শত শত জীবনের শক্তি।
মাতার মাত্র একটি ডিম্বাণু নিশিক্ত করতে পরি-মরি।


মাতাই হন ধাতা, ঐ নিশিক্ত মহামূল্যবান সম্পদের।
ক্রমে ক্রমে কোষ বিভাজনে সৃষ্টে, অদ্ভুত জাইগোটের।


জাইগোট পুনরায় বৃদ্ধি তে হয়, কাঙ্ক্ষিত ভ্রূণ।
পুরুষের পুলক জাগে, মাতা ক্রমশ হয় আনন্দভীত।


সত্যকে গোপন কোরে, সবাই শিশুদের বোঝায় ভূল।
সৃষ্টির আদিম রহস্যের প্রথম পাঠেই,মিথ্যাচারের ধুম।


এসো সহজ হও, সকল আগামীর পিতা মাতা।
এতো নহে ভোগ,প্রকৃতির অমোঘ নিয়ম ত্রাতা।