নীল আকাশ টা মনে হয় বিশ পানিয় খেতে ডাকছে।
হয়তো নীল রঙটা আমাতে ডাউনলোড করছে।

রাতে সেই কালো ও তারাসহ আকাশ দূরে যাচ্ছে।
কি জানি মনের ভেতরে কি সব চিন্তা আপলোড হচ্ছে।

প্রশ্ন চিহ্ন তৈরির ঐ সাতটা মোহময় তারকা সমস্ত।
তোমরা কি পারো ফেরাতে,খুন হওয়া যত ভালোত্ত্ব।

শুখতারা কেড়ে নিচ্ছে সব শুখগুলো ধীরেধীরে।
সূর্যও নিভতে থাকছে যত দিন এগোচ্ছে বা পিছচ্ছে।

কবে কেউ আর চাইবে না শুধু-মুধু ভিক্ষে।
সবাই উঠবে যখন নিজেই মানাপমানের উর্ধে।

কবে আবার কাস্তে হাতে কৃষকদের দল আসবে?
সোনাময় ক্ষেতের সব ধান আবার সবার গোলাতে উঠবে?
************************************

সত্যি বলছি এটি অরাজনৈতিক কবিতা।
শুধুমাত্র মেহনতি, সৎ, কেবলই মানুষের কবিতা।