আমি রৌদ্র আমি করি তপ্ত।
সূর্য আমারে ছড়ায় যত্র তত্র।

আমার পিতার মুকুট দুই পৃথিবী সমান উচ্চ।
তাহাতে চলেছে কোটি কোটি পারমানবিক যুদ্ধ।

ফিশন ফিউশনের এ এক মেলবন্ধন।
আটটি গ্রহরে করছে লালন পালন।

সেই সৃষ্টি লগ্ন থেকে পৃথিবীকে  দেয় শক্তি।
জীবন চক্র চালাচ্ছে জানিবে, ইহাই পরম যুক্তি।

যদি ঐ তারাটি না দেয় গ্রীষ্মে পৃথিবীতে এই তাপ,
আসু দিনে দেখিতে নারিবে শৃঙ্গে সবুজের তাজ।

এখন হইয়া গরমে অতিষ্ঠ শক্তির ব্যাবহার করছি যথেচ্ছ।
ইহাই করিবে ধরিত্রী তপ্ত,মৃতদেহ পাবে হেথা সর্বত্র।