আকাশে বায়ুর বাসা।
শরীরেতে মনের থাকা।

পাঁচ ঈন্দ্রীয় সব তার বশে।
নিজে ষষ্ঠান্দীয় "মন" কে সবে জানে।

সে যে অক্ষর ও অব্যয় চিরন্তন।
মাঝে মধ্যে মানুষ করে উদ্ভাবন।

সুখ ও দুঃখের ঢেউ তাতে সর্বক্ষণ।
শক্ত চিত্তে হাল না ধরলে অনিবার্য পতন।