,,,,,,,,,,,,,,,,,,,,টগর ফুল,,,,,,,,,,,,,,,,,,

আমি সাদা টগর ফুল, অতি সাধারণ।
ওরা পরিমরি করে তোলে সর্বক্ষণ।

আমি কোন ধর্মমতের নই।
শিব মন্দির ও দরগাতেও যাই।

গুরুদ্বার ও চার্চে গেছি, যাচ্ছি,  বহুদিন।
কখনো শিবের মাথায় তো কখনো পীরের দরগায়।

ওরা কেউ আবার আমাকে বেচে, সংসার চালায়।
বহু হিঁদু, মোল্লা,শিখ,জৈন ও খ্রিষ্টীয় আমায় কিনে নেয়।

তবে ঈশ্বরের কাছে যাওয়ার থেকে, বিক্রিতেই আমি বেশি খুশি।
যখন দেখি আমায় বেচে, কতশত মানবশিশুর মুখের হাঁসি।