একটা ছোট্ট পোকা উই।
সর্বদা ধংস করিস তুই।

কাঠ,কাগজ বাদই দিলাম।
সিমেন্ট,প্লাস্টিক তোর ভোগে দিলাম।

বাবার দেওেয়া এফ্ এক্স 31 ক্যালকুলেটর,
40 দিনে ব্যাটারা করেছিল সাবাড়।

ব্রহ্মার কি আসাধাণ সৃষ্টি।
ছোট্ট পোকার দাঁতে অপরিসীম শক্তি।

প্রাকৃতিক পেস্টকন্ট্রোলার ঐ টিকটিকি।
উই এর কাছে শুধুমাত্র ফুটো সিকি আদুলি।

আল্ট্রাসাউন্ড করতে হবে।
রাণী উইকে জানতে হবে।

ফিপ্রোনিল আর হেক্সাফ্লুমুরন।
জলে মিশিয়ে করো উৎসে ইনজেক্সন।

পাঁচটি বছর রবে নিশ্চিন্তে।
পৈতৃক সম্পত্তি রক্ষা পাবে।