সেদিন তোমার সুগন্ধি বাতাসময়।
মনটা  ভয় মিশ্রিত আনন্দময়।

সারা জগত সেদিন সেজেছিল।
কোন দিকে তাও চোখ না থাকছিল।

কল্পনা তখন আমাকে পুরো গিলে ফেলেছে।
হৃদয়ের সব অনুভূতি গুলো আল্পনা দিয়ে চলেছে।

তখন দোয়েল ও বুলবুলি বাসস্থান গোছাতে ব্যস্ত।
চোখ শুধু লজ্জা মেশানো ঐ রাঙা মুখটায় নিবদ্ধ।